সম্পাদক

আবদুর রহমান

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সলুকাবাদ ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন কে সভাপতি এবং পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।


বুধবার (২৮ডিসেম্বর)বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। এ সময় সভাপতিত্ব করেন বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ছবাব মিয়া।ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃমিলন মিয়ার সঞ্চালনায় ও ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদের প্রস্তাবনায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সর্বসম্মতিক্রমে সলুকাবাদ ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন কে সভাপতি এবং পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এদিকে কমিটি গঠন শেষে ইউনিয়ন পরিষদ সচিবদের নিয়ে খোলা আকাশের নিচে চা চক্র অনুষ্ঠিত হয়।