সম্পাদক

আবদুর রহমান

স্টাফ রিপোর্টার:

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এই ফল ঘোষণা করেন।এদিকে রসিকে ৩৩টি সাধারণ ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলদের ফলে নতুনদের জয়জয়কার লক্ষ্য করা গেছে।

ঘোষিত ফলে রসিকের ১ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম (লাটিম ৩১২৫), ২ নম্বর ওয়ার্ডে গোলাম সরওয়ার মির্জা (করাত ৩৩৭৬), ৩ নম্বর ওয়ার্ডে আসেক আলী (কাঁটাচামচ ২৬৫১), ৪ নম্বর ওয়ার্ডে হারাধন চন্দ্র রায় (লাটিম ৩৫৬৬), ৫ নম্বর ওয়ার্ডে মোখলেছুর রহমান তরু (ঝুড়ি ২৭৯৩), ৬ নম্বর ওয়ার্ডে আবু হাসান চঞ্চল (টিফিন ক্যারিয়ার ৩৩০২), ৭ নম্বর ওয়ার্ডে আনোয়ারুল ইসলাম (করাত ১৬০১), ৮ নম্বর ওয়ার্ডে আফছার আলী (মিষ্টি কুমড়া ২৫৮৭), ৯ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম দেওয়ানী (মিষ্টি কুমড়া ৪০৮৮), ১০ নম্বর ওয়ার্ডে শাহ মো. কামরুজ্জামান (ট্রাক্টর ২৭১৫) নির্বাচিত হয়েছেন।