স্টাফ রিপোর্টার

কুড়িগ্রাম জেলায় টানা এক যুগ ধরে শ্রেষ্ঠ করদাতা হিসেবে এবারেও নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। তিনি জেলা পর্যায়ে সর্বোচ্চ দীর্ঘ সময় ধরে সরকারকে সঠিক ভাবে আয়কর প্রদান করে আসছেন। তাই তাকে আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা-২০০৮ অনুযায়ী ২০২১-২২ কর বর্ষে জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল রংপুর কর্তৃক কুড়িগ্রাম জেলার সর্বোচ্চ করদাতা ঘোষণা করা হয়।

বুধবার দুপুরে রংপুর আরডিআরএস বেগম রোকেয়া অডিটরিয়ামে অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি পনির উদ্দিন আহমেদকে শ্রেষ্ঠ করদাতার সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন। তার পক্ষে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন তার পুত্র হাফেজ মোঃআবু সুফিয়ান পাভেল। এসময় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ,রংপুর অঞ্চলের কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু প্রমুখ।

উল্লেখ্য,কুড়িগ্রাম-২ আসনের সাংসদ ও বিশিষ্ট শিল্পপতি পনির উদ্দিন আহমেদ বিগত একযুগ ধরে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়ে আসছেন। এ ব্যাপারে সাংসদ পনির উদ্দিন আহমেদ বলেন,আমি একজন সাংসদ বলে কথা নয় একজন ব্যবসায়ী হিসেবে সরকারের ভ্যাট ও ট্যাক্স নিয়মিতভাবে প্রদান করে আসছি।উন্নয়নের অক্সিজেন হচ্ছে ভ্যাট এবং ট্যাক্স।আমি মনে করি সরকারের উন্নয়নে শরিক হতে সকলকে ভ্যাট ও ট্যাক্স দেয়া উচিৎ।সবাইকে তা সঠিকভাবে দেয়ার জন্য উদাত্ত আহবান জানাই।