স্টাফ রিপোর্টোরঃ
চাটখিলে গোমাতলী যুব সমাজ কতৃক আয়োজিত মরহুম ফজলুল করিম (ভুলু মিয়া) স্মৃতি স্মরণে কাবাডি টুর্নামেন্ট- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার গোমাতলী গ্রামে ২৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
কাবাডি টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাপুর প্রবাসী মোঃ খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল্লাহ মাস্টার, তালতলা মহিলা আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক শামসুদ্দিন মাস্টার, ইউ পি সদস্য নাছির শেখ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল করিম রানা ও স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ।
এদিকে হারিয়ে যাওয়া কাবাডি টুর্নামেন্টের খেলা উপভোগ করার জন্য শতশত উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। আলোচনা শেষে বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।