নিউজ ডেস্ক :

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় সারাদেশের পাঁচ পৌরসভা ও ৬৬ ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে একই দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

পাঁচটি পৌরসভা হলো, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, রাজশাহীর বাঘা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া।

এদিকে বুধবার (২৮ ডিসেম্বর) সকালে কেন্দ্রগুলোতে পাঠানো হয় ভোটের সরঞ্জাম। এ সময় প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় এসব উপকরণ। তবে ভোট ঘিরে পৌরসভা ও ইউপিগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম পাঁচটি পৌরসভা ও ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১০ ডিসেম্বর।