স্টাফ রিপোর্টার:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের ভালোর জন্য আমাদের দায়িত্ব নিতে হবে৷ ইমামরা সমাজের জন্য অনুকরণীয়৷

কুমিল্লার মনোহরগঞ্জে আয়োজিত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় করনীয় শীর্ষক ইমাম সমাবেশে তিনি এসবকথা বলেন৷

মন্ত্রী বলেন, ইসলাম ধর্ম সকল ধর্মের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে বলেছে৷ সবাই মিলে সহ অবস্থানে থাকতে বলেছে৷ ইসলামি অনুশাসনের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষা হবে৷

তিনি বলেন, ইমামদের সব সময় সচেষ্ট থাকতে হবে যেন ইসলামের নামে যেন কেউ হটকারি কিছু করতে না পারে৷ তিনি আরো বলেন, আমাদের শিক্ষা-দীক্ষায় অগ্রসর হতে হবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে৷

মোঃ তাজুল ইসলাম বলেন, ইমামতির বাহিরেও ইমামরা ইসলামী বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়৷ কুরআনে আমাদের জীবন বিধানের সকল বিষয় স্পষ্টভাবে রয়েছে৷ কুরআনের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা থেকে আমাদের সাবধান হতে হবে৷ ইমামগণ ইসলামের ভূল ব্যাখা রোধে বড় ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন৷

প্রধান অতিথি আরও উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন৷ মদ, জুয়া এগুলো নিষিদ্ধ করেছেন৷

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম বলেন ইমামরা জঙ্গিবাদ, মাদক ও অন্যান্য সামাজিক সমস্যার সচেতনতা গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে৷

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ ওবায়দুল হক তারেক এবং ইমাম প্রতিনিধি মাওলানা মোতাহার হোসেন৷