সম্পাদক

আবদুর রহমান

নিউজ ডেস্ক :

শুক্রবার দুপুরে আলজাজিরা এক প্রতিবেদনে জানা যায় যে সিরিয়ার পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় ১০ শ্রমিক নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশের একটি তেলক্ষেত্র থেকে শ্রমিক পরিবহনকারী তিনটি বাসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলাটি বিস্ফোরক ডিভাইস দিয়ে শুরু হয়েছিল। বাসগুলো পাশ কাটিয়ে যাওয়ার সময় ডিভাইসগুলো বিস্ফোরিত হয়। এরপর সন্ত্রাসীরা শ্রমিকদের লক্ষ্য করে গুলি চালায়।

হামলাকারীদের সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা না গেলেও যুক্তরাজ্যভিত্তিক এক পর্যবেক্ষক সংস্থার দাবি, আইএস জঙ্গিরা এ হামলা চালিয়েছে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠি এখনও হামলার দায় স্বীকার করেনি।

এর আগে, গত বৃহস্পতিবার কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এর পরেই আজ এ হামলার ঘটনা ঘটল।