
স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত ও নিবন্ধিত আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন মানবাধিকার লঙ্গন প্রতিরোধ আপোষহীন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা নব নির্বাচিত কমিটি ঘোষণা এবং কার্ড বিরতণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর শনিবার সকাল ১১ঘটিকার সময় রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের,বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হল রুম পরিচিত সভা ও কার্ড বিরতণ অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি - সুজিত কর (টিপু) সভাপতিত্বে,রাজস্থলী উপজেলার আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক - জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনা,অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন- উদ্বোধক -রাঙ্গামাটি জেলা কো- অর্ডিনেটর ও সাধারণ সম্পাদক আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মোঃ মোশাররফ হোসেন সেলিম।প্রধান অতিথি রাঙ্গামাটি জেলা সহ আইন বিষয়ক সম্পাদক,আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের এডভোকেট গফুর বাদশা,
বিশেষ অতিথি ছিলেন- রুপান্তর বাংলা পত্রিকার সাংবাদিক- এবং জেলা প্রতিনিধি এস, এম, জাহাঙ্গীর আলম,রাজস্থলী উপজেলার আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি চাইথোয়াইমং মারমা,সহ-সভাপতি রুবেল দাস, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক শ্যামল ত্রিপুরা,অর্থ সম্পাদক অজয় দে, প্রচার সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক নয়ন মারমা,আইন সম্পাদক বাপ্পা ধর,পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক হাসারুন ত্রিপুরা, ধর্ম বিষয়ক সম্পাদক জগদীশ দেবনাথ,সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সর্বশেষ রাজস্থলী উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি - সুজিত কর (টিপু) বক্তব্যে বলেন..মানবাধিকার দৃশ্যতঃ মানবতাকে রক্ষা করা, মানবতাকে সুসংত করা ও মানবিক গুনাবলীর সম্মিলন ঘটানো। বিপন্ন, সুবিধা বঞ্চিত, অবহেলিত পক্ষান্তরে নির্যাতিত মানব কুলের পক্ষে কাজ করে আমরা সফল হবো।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.