
লেখক মোঃ আফতাব আহম্মেদ
দশ শ্রেণী-বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা।
গাছে গাছে উড়ে পাখি
দেখে জুড়ায় মনের আঁখি
বনে বনে ফুটে ফুল
হাওয়ায় করে দুল দুল।
নদীর জলে নৌকা চলে
মাঝি গায় গান
সে-ই গানেরই মধুর সুরে
জুড়িয়ে যায় প্রাণ।
আমাদের এই চিরচেনা প্রকৃতি
আজ গেছে হারিয়ে
মানুষের উন্নয়নের পিপাসা
সবকিছুকে ছাড়িয়ে।
নিজের চাহিদা মেটাতে মানুষ
ভরে ফেলছে জলশায়,কেটে ফেলছে গাছ
ফলে বিহীন হয়েছে আজ
বহু জাতের বহু প্রাণী বহু জাতের মাছ।
উন্নয়নের কারনে মানুষ নষ্ট করছে ফসলের মাট,ধ্বংস করছে বন,কেউই করছে না অত্যন্ত প্রয়োজনীয় প্রাকৃতিক বনায়ন।
মানুষ ভুলে গেছে হায়
এমন উন্নয়ন কখনোই কাম্য নয়।
তাঁরা বুঝতে চাইছে না
এই বন,জঙ্গল, পরিবেশ দেশমাতারই অংশ
কোন উন্নয়নের কামনা করেছে তাঁরা
প্রকৃতি করে ধ্বংস।
আবাসিক এলাকায় তুলেছে তাঁরা বহুতল ভবন,গড়েছে শিল্পকারখানা
এ-রই দূষণে প্রায়ই বিভিন্ন রোগে ব্যধি দিচ্ছে হানা।
উন্নয়নের কারনে চাপা পড়েছে
মানুষের বহু অকৃত্রিম স্মৃতি,
আমাদের চারপাশে আজ বিরাজ করছে এক অবাস্তব প্রকৃতি!!
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.