
স্টাফ রিপোর্টার:
মহান স্বাধীনতা যুদ্ধের লড়াকু সৈনিক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনী আর নেই। ভবলীলা সাঙ্গ করে, না ফেরার দেশে চলে গেলেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১জানুয়ারী) রাত সাড়ে ৭টার সময় নিজ বাড়িতে মৃত্যু বরন করেন তিনি। মৃত্যু কালে স্ত্রী, ৩ ছেলে, ২মেয়ে, নাতি নাতনিসহ অনেক আত্মীয় স্বজন রেখেগেছে তিনি।
এই বীর সেনানি, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের মধ্যে তাহিরপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। তাঁর বেসামরিক গেজেট নাম্বার( ৩০৮৩)
১৯৭১ সালে ট্যাকেরঘাট সাব সেক্টরের অধীনে, দেশমাতৃকার সম্মান রক্ষায় জীবন বাজী রেখে রণাঙ্গনের সম্মুখ যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। তার মৃত্যুে জাতি হারালো আরেক বীর সন্তান।
এই মহান বীরের প্রলয়ের শোকে, তাহিরপুর উপজেলার বাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান সংসদ এর সভাপতি ওয়াহিদ খসরু চৌধুরী ও , সহসভাপতি শামছুল আলম আখঞ্জী, সহসভাপতি আবুল কালাম খান পারুল, সাধারণ সম্পাদক বাবুল ও প্রয়াত বীরের সহযোদ্ধারা মর্মাহত হয়ে শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানান।
আগামীকাল জোহরের নামাজের পর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান শেষে চিরনিদ্রায় শায়িত হবেন, এ বীর সেনানি ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.