ওমর ফারুক

এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য, “বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে”।

পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম এর দক্ষ নেতৃত্বের ফলে নরসিংদী জেলা পুলিশ এ শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়।

জানুয়ারি ২০২২ হতে অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত নরসিংদী জেলা পুলিশ কর্তৃক অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার ক্যাটাগরিতে প্রাপ্ত এ পুরস্কারে ২০২২ এ উদ্ধার করা হয় বিদেশী পিস্তল ১০টি, বিদেশী রিভলবার ২টি, দেশি পিস্তল ১টি, বন্দুক ৭টি, পাইপগান ৩টি, ওয়ান শুটারগান ৭টি সর্বমোট ৩০টি অবৈধ আগ্নেয়াস্ত্র। এছাড়া ইয়াবা ট্যাবলেট ৩০৪৫৮ পিস, গাজা ৪৪৯ কেজি, বিয়ার ৭২ বোতল, বিদেশী মদ ৪৮১ লিটার, ফেন্সিডিল ৯১ বোতলসহ হেরোইন ও চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য পুলিশ সুপার, নরসিংদীর সঠিক দিক-নির্দেশনার ফলে জেলা পুলিশ, নরসিংদীর পুলিশ সদস্যরা নিরন্তর কাজ করে যাচ্ছে। সন্ত্রাসী, অপরাধী ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স প্রদর্শন করে। জাতির পিতা বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত ‘জনগণের পুলিশ’ হিসেবে জনগণকে সেবা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্বপালনে এখানকার প্রতিটি পুলিশ সদস্য বদ্ধ পরিকর।

স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে নরসিংদী জেলা পুলিশের বিশেষ উদ্যোগ। বিশেষ গুরুত্ব দিয়ে এ সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়ে থাকে। তারই মাঝে একটি উল্লেখ করার মতো বিষয় হলো ‘ডাকাত গ্রেফতার’। গত এক বছরে অর্থাৎ জানুয়ারি, ২০২২ হতে ডিসেম্বর, ২০২২ খ্রিঃ পর্যন্ত জেলা পুলিশের অভিযানে ধরা পরেছে ১৬০ জন ডাকাত। এসব ডাকাতদের নামে নরসিংদী জেলা ছাড়াও পাশ্ববর্তী জেলা সমূহেও রয়েছে বেশ কিছু ডাকাতি মামলা।

উল্লেখ্য, পুলিশ সুপার, নরসিংদী জনাব কাজী আশরাফুল আজীম, পিপিএম এর দক্ষ নের্তৃত্বে নরসিংদী জেলা পুলিশ গত ২০২২ সালেও অবৈধ আগেয়াস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠত্ব অর্জন করে।