
অসহায়-দুস্থদেরকে মাসে এক বেলা খাবার পরিবেশন করতে "মানবতার হোটেল" চালু করেছে মানবিক কার্যক্রমে সুনাম অর্জনকারী মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম। সংগঠন ফোরাম এর এবারের 'মানবতার হোটেল' চালু হয় ২০২৩ এর ১ লা জানুয়ারি রোববার বিকালে নরসিংদী সদর উপজেলাধীন মাধবদীর পাঁচদোনা ইউনিয়ন এর পাঁচদোনা মোড় সংলগ্ন ডাঙা রোডে।
মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি মো. আল আমিন রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মিজান।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী রোমান মিয়া,সহ সভাপতি আহসান হাবিব রোমান, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা,যুগ্ন সাধারণ সম্পাদক মো. জামাল মিয়া বাদশাহ,এম এ কাইয়ুম, আ. হামিদ মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া সুমিসহ ফোরামের সাথে সম্পৃক্ত সকল সংগঠন এর প্রতিনিধিগণ।
সার্বিক আয়োজনে ছিল মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.