
স্টাফ রিপোর্ট
আজ ০৫ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১১ টার সময়
নড়াইল সদর, নড়াইল ; ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজনে :সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় নড়াইল সদর।
আলোচনায় বলা হয়
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরন সভায়গ্রামবাসীদের বলা হয়।
সভাপতিত্ব করছেন ১২নং বিছালী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হিমায়েত হুসাইন ফারুক,
প্রধান অতিথি, এইচ এম বদরুজ্জামান,জেলা অফিসার।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় সহ সাংবাদিক মঈনুল ইসলাম,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ১২নং বিছালী ইউনিয়নের জনগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.