ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
৪ জানুয়ারি রাতে জেলা প্রশাসন নরসিংদীর আয়োজনে নরসিংদী পৌরসভার বিভিন্ন স্থানে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র কম্বল বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউসার,নরসিংদী জেলা নেজারত ডেপুটি কালেক্টর একেএম হাসানুর রহমান, ডিআরও মোহাম্মদ নোমান, পিআইও মোঃ শহিদুল ইসলাম।
নরসিংদী রেলস্টেশন, বাসস্টেশন, সাহেপ্রতাব মোড় ও জেলখানার মোড়ে প্রায় ৩ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

