সম্পাদক

নিজস্ব প্রতিবেদক:

আজ ৫ জানুয়ারি, নরসিংদী জেলা প্রশাসন কৃর্তক পরিচালিত ” দ্যুতিময় দুয়ার” এর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৫০ জন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও ৪জন গরীব শিক্ষার্থীকে সুইড বাংলাদেশ প্রধান কার্যালয় হতে প্রাপ্ত চব্বিশ হাজার টাকা চিকিৎসা ও সুষম খাদ্যের জন্য অনুদান হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করা হয়, জেলা প্রশাসনের কনফারেন্স হল রুমে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মোস্তফা মনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকী ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সুইড বাংলাদেশ নরসিংদী শাখার সভাপতি, ডা.মো. আবু কাউছার সুমন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রধান শিক্ষক, মো. জসিম উদ্দিন সরকার, এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, জেলা প্রশাসন ও স্কুলের শিক্ষকগণ।