
নিউজ ডেস্ক :
বুধবার বাইডেন এই ঘোষণা দিয়েছেন। সীমান্তে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী বসে আছেন।খুব গুরুত্বপূর্ণ সময়ে মেক্সিকো সীমান্তে যাওয়ার কথা ঘোষণা করেছেন জো বাইডেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার এবিষয়ে একটি বক্তৃতা করবেন তিনি। সেখান থেকেই তার সফর নিয়ে আরো তথ্য পাওয়া যাবে।
দুইবছর হয়ে গেল বাইডেন অ্যামেরিকার ক্ষমতায়। কিন্তু এখনো পর্যন্ত তিনি মেক্সিকোর সীমান্তে যাননি। যএখানে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী সীমান্তের ধারে অপেক্ষারত। যত দিন যাচ্ছে, অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে কেন বাইডেন সীমান্তে যাচ্ছেন না, তা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেও সমালোচনা শুরু হয়েছিল। বাইডেনের সফর তারই জবাব বলে মনে করা হচ্ছে।
এই মুহূর্তে বাইডেন কেনটাকিতে আছেন। সে কারণেই কবে এই সফর হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে হোয়াইট হাউস সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী সপ্তাহে বাইডেন সেখানে যেতে পারেন।
অভিবাসন নিয়ে ট্রাম্পের নীতি কঠোর এবং স্পষ্ট ছিল। করোনার গোড়ায় ট্রাম্প শতাব্দীপ্রাচীন আইন টাইটেল ৪২ জারি করেছিলেন। যে আইনের সাহায্যে যে কোনো সময় যে কোনো অভিবাসীকে দেশ থেকে বার করে দেওয়া যায়।
অভিবাবাসী প্রত্যাশীদের জন্য সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যায়। করোনা চলে গেছে। কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট সম্প্রতি ওই আইন বাতিল করতে দেয়নি। সীমান্তবর্তী রাজ্যগুলির আবেদনের ভিত্তিতেই তা বহাল রাখা হয়েছে। যা নিয়ে দেশের ভিতর বিতর্ক যথেষ্ট দানা বেঁধেছে। এই পরিস্থিতিতে বাইডেন সীমান্তসফরে যাচ্ছেন। এরপর তার মেক্সিকো সফরেও যাওয়ার কথা।
অ্যামেরিকার সঙ্গে তিন হাজার ৫৭ কিলোমিটারের সীমান্ত আছে মেক্সিকোর। এই সীমান্ত ধরেই অভিবাসীরা অ্যামেরিকায় প্রবেশ করতে চান। খবর: ডিডব্লিউ
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.