
নিউজ ডেস্ক :
আফগানিস্তানে ২৫ জন তালেবানকে হত্যা করেছিলেন প্রিন্স হ্যারি। সেজন্য তিনি গর্বিত নন, লজ্জিতও নন।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীতে ছিলেন প্রিন্স হ্যারি। ব্রিটিশ সেনার অংশ হিসেবে তিনি আফগানিস্তানে যান। সেখানে তিনি সামরিক হেলিকপ্টার চালাতেন। প্রিন্স হ্যারির একটি আত্মজীবনী প্রকাশিত হতে চলেছে। সেখানেই এই তথ্য আছে বলে ব্রিটিশ সংবাদপত্রগুলো জানিয়েছে।
ডেইলি টেলিগ্রাফ জানায়, ৩৮ বছর বয়সী প্রিন্স হ্যারি লিখেছেন, ২০০৭ থেকে ২০০৮ সালে তিনি ফরোয়ার্ড এয়ার কন্ট্রোলার হিসেবে কাজ করেছেন। আর ২০১২ থেকে ২০১৩ সালে তিনি সামরিক হেলিকপ্টার চালাতেন। সেই সময় তিনি ২৫ জনকে হত্যা করেছেন।
হ্যারি বলেন, তিনি এর জন্য গর্বিত বা অনুতপ্ত কিছুই নন। এটা অনেকটা দাবার বোর্ড থেকে গুটি সরানোর মতো।
হ্যারি লিখেছেন, আমার সংখ্যা হলো ২৫। এটা আমাকে সন্তুষ্ট করে না, আবার এর জন্য কোনো অস্বস্তিও হয় না।
এর পিছনে যুক্তি হিসেবে তিনি ৯/১১ এর হামলা ও তাতে নিহতদের পরিবারের সঙ্গে তার দেখা হওয়ার প্রসঙ্গ তুলেছেন।
হ্যারির মতে, ৯/১১ এর পিছনে যারা ছিল এবং যারা তাকে সমর্থন করেছে, তারা মানবতার শত্রু। তাদের বিরুদ্ধে লড়াই করা হলো মানবতার শত্রুদের বিরুদ্ধে লড়াই।
প্রিন্স হ্যারির আত্মজীবনী নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি এই বই প্রকাশিত হবে।
সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, এই আত্মজীবনীতে প্রিন্স হ্যারি জানিয়েছেন, তার স্ত্রী মেগানকে নিয়ে প্রিন্স উইলিয়ামের সঙ্গে তার একবার ঝগড়া হয়। উইলিয়াম তখন তাকে মেরে মাটিতে ফেলে দেন।
বইতে হ্যারি এটাও জানান, তারা দুই ভাই বাবা যুক্তরাজ্যের বর্তমান রাজা চার্লসকে বারবার অনুরোধ করেছিলেন, তিনি যেন ক্যামিলাকে বিয়ে না করেন।এ ছাড়া কিশোর বয়সে কোকেনে অভ্যস্ত ছিলেন বলেও জানান তিনি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.