
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের পোশাক শিল্প শ্রমিকদের অধিকার আদায় ও শিল্প রক্ষায় ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী সংগঠন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সাভার থানা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
নতুন কমিটিতে কবির খান মনিরকে সভাপতি ও নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে সাভার উলাইল স্ট্যান্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ বলেন, দেশের রফতানি আয়ের সর্বোচ্চ খাত পোশাক তৈরি শিল্প। এই শিল্প ৪০ লাখ শ্রমিকের রক্ত-ঘামে দেশ টিকে আছে। কিন্তু বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর ঊর্ধ্বগতি, অপরদিকে আন্তর্জাতিক পরিস্থিতি মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতির কারণে শ্রমিকের জীবনে এক চরম সংকট নেমে এসেছে। খাদ্য দ্রব্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির লাগাম ছাড়া পরিস্থিতিতে শ্রমিকের ৮ হাজার টাকা বেতনে জীবন চলা দায় হয়ে পড়েছে। তাই অবিলম্বে মজুরি বোর্ড গঠন ও ২৫ হাজার টাকা মজুরি করার দাবি জানান।
তিনি আরো বলেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম পোশাক শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন। দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এ সংগঠনটি ন্যায় সঙ্গত আন্দোলন করে আসছে। আগামী দিনেও শ্রমিকদের অধিকার আদায় করবে বলে সংগঠনটি অঙ্গীকারাবদ্ধ।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সভাপতি মোঃ ইমদাদুল ইসলাম এমদাদ বলেন, কারখানায় কাজ না থাকার অজুহাতে সারাদেশে ছাঁটাইয়ের নামে চলছে শ্রমিক নির্যাতন। শ্রমিকদের আইনগত ন্যায্য পাওনা পরিশোধ করা হচ্ছে না। বাংলাদেশের শ্রম আইনেও শ্রমিকের অধিকার খর্ব করা হয়েছে। শ্রম আদালতে গিয়েও শ্রমিকরা ন্যায় বিচার পাচ্ছে না। শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনই পারে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। এক্ষেত্রে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম হয়ে উঠতে পারে সাধারণ শ্রমিকদের আন্দোলনের অন্যতম প্ল্যাটফর্ম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক আমেনা আক্তার আশা, এসময় আরো উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন (মোতালেব) সাভার থানা কমিটির নেতা ফরিদুল ইসলাম,বাপ্পারাজ ইসলাম,মোয়াজ্জেম হোসেন, তাইজুল ইসলাম, রেবা আক্তারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.