
স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলার দৌলতপুরে ঘন কুয়াশার কারণে বরংগাইল টাঙ্গাইল মহাসড়কে আজ শনিবার দুপুর ১২ টায় দৌলতপুর থানার মুলকান্দি একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কারেন্টের খুটির সাথে সংঘর্ষ হয়ে ১জনের মৃত্যু হয়েছে এবং এক নারী গুরুতর আহত হয়েছে
দুর্ঘটনা মটসাইকেল চালকে নাম মোঃ ইমন হোসেন (৩০) । তার বাড়ি ঘিওর তেরশ্রী বলে জানা যায়।আহত নারীর বাড়ি নাগরপুর থানার দপ্তয়ির ইউনিয়নে।
দুর্ঘটনা ঘটার পরে স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে আসে।হাসপাতলে আসার সাথে সাথে ডাক্তাররা চালকে মৃত ঘোষণা করেন। সাধারণ চিকিৎসা শেষে আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.