
নিউজ ডেস্ক :
শনিবার সকালে সরকারপ্রধান নিজের পৈত্রিক জমি পরিদর্শন করেন।গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই দিনের ব্যক্তিগত সফরে গিয়ে উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে নিজেদের পৈত্রিক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলো বছরের ৮-৯ মাসই পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এই জমিগুলো চাষ উপযোগী করে তোলার ব্যাপারে বঙ্গবন্ধুকন্যা নির্দেশনা দেন।
এ সময় প্রধানমন্ত্রী সারা দেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহ্বান জানান। তিনি বলেন, কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.