সম্পাদক
স্টাফ রিপোর্টার:
মিঠামইন-গোপদীঘি ডুবো সড়কে কুনিদিঘা হাওড়ের নিকটে শুত্রবার ৬ই জানুয়ারী সন্ধ্যায় মন্তোস বর্মন (৫৫) নামে এক কৃষককে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়। কর্তব্যরত ডাক্তার মন্তোসকে মৃত ঘোষনা করেন।
তার লাশ শনিবার ৮ই জানুয়ারী নিজ বাড়ী মিঠামইনের গোপদীঘিতে নিয়ে আসা হয়। মন্তোস গোপদীঘি ইউনিয়নের দাসপাড়া গ্রামের মৃত রাজেন্দ্র বর্মনের পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেল খানী উদ্বার করে থানায় নিয়ে আসে। চালককে পাওয়া যায়নি। মিঠামইন থানার এস আই মোঃ হাসান আলী জানান, মৃতের লাশ ময়না তদন্তের জন্য প্রস্তুতি নিলে স্থানীয় চেয়ারম্যান ও মৃতের আত্বীয় স্বজন লাশ ময়না তদন্ত না করার অনুরোধ জানালে কর্র্তৃপক্ষের নির্দেশে পুলিশ পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন। এব্যাপারে মন্তোসের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। জানা যায়, ঘটনার দিন বিকালে মন্তোস বর্মন তার নিজের জমি কুনিদিঘা হাওড়ে দেখতে যায়। এসময় মিঠামইন ফেরীঘাট থেকে ৬/৭টি পর্যটকবাহী মোটর সাইকেল দ্রæত গতিতে যাচ্ছিল এসময় মন্তোষ বর্মন রাস্তা পার হওয়ার সময় তাকে চাপা দেয় এবং গাড়ী সহ চালক রাস্তার পাশে চিটকে পড়ে। চালক নিজে মিঠামইন উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসে। রাতে মন্তোসের মৃত্যুর খবর জানতে পেরে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

