
নিউজ ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা টিকার চতুর্থ ডোজ নিয়েছেন ২১ হাজার ৯৯ জন । এ নিয়ে চতুর্থ ডোজ নিয়েছেন ৩ লাখ ৩২ হাজার ১৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে টিকা কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৪ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার ২৯২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার ৬৮৮ জন। তৃতীয় ডোজ নিয়েছেন ৬ কোটি ৫৩ লাখ ১৮ হাজার ৫২৫ জন। চতুর্থ ডোজ পেয়েছে তিন লাখ ৩২ হাজার ১৯১ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১২ থেকে ১৭ বছর বয়সী এক কোটি ৭৪ লাখ ২ হাজার ২৯২ জন শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৬২ লাখ ১২ হাজার ৬২৪ জনকে। তবে এখন পর্যন্ত কাউকে বুস্টার ডোজ দেওয়া হয়নি।
পাঁচ থেকে ১১ বছর বয়সী ১ কোটি ৮৩ লাখ ৫৫ হাজার ৪৩৮ জন শিশুকে করোনার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৮ লাখ ৯৬ হাজার ৩৮৪ জনকে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.