
স্টাফ রিপোর্টার:
অতিবৃষ্টি আর সময়ের নেমে আসা পাহাড়ি ঢলের পানির কবল থেকে, কৃষকের সোনালী ফসল রক্ষায়' সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরের আংশিক এলাকায় প্রকল্প বাস্তবায়ন কমিটির বাঁধের কাজ
আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন - বালিজুরি ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আজাদ হোসেন।
রবিবার (৮ জানুয়ারি) সকাল ৯ টার সময় যখন কুয়াশার মাধুলীতে সূর্য মামা আড়াল হয়েগেছে, শীতের কাঁপনিতে যখন শ্রমিক জীবী ব্যতিত, সকল স্বাবলম্বী মানুষজন।উষ্ণতায় লেপ- কম্বলের নিচে , ঠিক সেই মুহূর্তে, আরামকে হারাম করে,জনমানুষের
ভালবাসার কাঙ্গাল, ছুটে এসেছেন তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের অন্তর্ভুক্ত শনির হাওরের দক্ষিণ ও পূর্ব পাশের হোসেন পুর হতে আনোয়ার পুর বাজার পযর্ন্ত কৃষি ফসল রক্ষা বাঁধের কাজের শুভ উদ্বোধনে।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বালিজুরি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বর্তমান প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার,দক্ষিণকুল মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ মিয়া, বালিজুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী আলী আমজদ,জাহাঙ্গীর আলম,দ্বীন মাহমুদ,বাবলু মিয়া,কয়েছ মিয়া,জাহাঙ্গীর আলম ডাঃ গীতিষ চন্দ, প্রমুখ।
এসময় চেয়ারম্যান আজাদ হোসেন বলেন আমার ইউনিয়নে শনির হাওর পারের অন্তর্ভুক্ত চারটি হাওর রক্ষা বাঁধ রয়েছে যার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। আশা করছি সংশ্লিষ্ট পিআইসিগন নির্ধারিত সময়ের আগেই বাধের কাজ শেষ করে কর্তৃপক্ষ কে বুঝিয়ে দিতে পারবে।আমাদের একটি মাত্র বোর ফসল অকাল বন্যায় বার বার আমাদের আঘাত করে তাই হাওর রক্ষা বাঁধের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা এবং নির্ধারিত সময়ের আগেই বাধের কাজ শেষ করে কৃষককে দুশ্চিন্তা মুক্ত করা প্রয়োজন বলে মনে করি।উদ্বোধন শেষে মুনাজাত করেন দক্ষিণকুল জামে মসজিদের ইমাম সাহেব।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.