
স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম (আজহার) এর আশু-রোগমুক্তি কামনায় নান্দাইল উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে শনিবার বিকাল ৪.৩০ মিনিটে নতুন বাজার দলীয় কার্যালয়ের বিপরীতে ডাক বাংলোতে একটি বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন চন্ডিপাশা সরকারি উচ্ছ বিদ্যালয়ের মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বাসির উদ্দিন।
উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু এর নির্দেশে নান্দাইল উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম (আজহার) এর সুস্থতা জন্য আজ শনিবার (০৭ জানুয়ারী) আসরের নামাজের পর নান্দাইল উপজেলা ও পৌরসভার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ, এবং এতিম খানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন উপজেলা যুবলীগ। ডাকবাংলোর বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সহ সভাপতি জাকির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ভূইয়া অপু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ভূঁইয়া সোহেল, পৌর যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক পিন্টু ও সাধারণত সম্পাদক মনজিল হাসান,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক শাহ্ মাহমুদুল হক সৌরভ, সহ প্রমুখ।
উল্লেক্ষ যে অ্যাডভোকেট আজহারুল ইসলাম অসুস্থ হলে প্রাথমিক অবস্তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আজহার ইসলাম তার নিজ বাসায় চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আজহারের সুস্থতার জন্য তার পরিবারের ও জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। আজহার ইসলামের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে নেতা কর্মীদের মধ্যে অস্থিরতা দেখা যায়। ফেসবুকে প্রিয়নেতার দোয়া কামনা করা হচ্ছে। তার রোগমুক্তি কামনা করে দলের বিভিন্ন ইউনিট, দলীয় নেতাকর্মী ও আজহার ইসলামের ভক্ত-অনুরাগীদের উদ্যোগে মসজিদে-মসজিদে কুরআন তালাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.