
নিউজ ডেস্ক :
গত দু’বছর পরিবারকে দেখেননি লি হুয়া। অবশেষে ব্রিটেন থেকে দেশে ফিরত পারবেন তিনি। দেখা করবে পারবেন নিজের পরিজনের সঙ্গে। তার কারণ, অবশেষে আন্তর্জাতিক পর্যটকদের জন্য নিজেদের সীমান্ত খুলে দিয়েছে চীন। ২০২০ সালের মার্চ মাসে কোভিড মহামারি ফলে যে সীমান্ত বন্ধ হয়ে গিয়েছিল এবং ‘জ়িরো কোভিড নীতি’-র ফলে বিভিন্ন দেশে আটকে পড়েছিলেন চীনের বহু বাসিন্দাই।
চীনের স্থানীয় সংবাদমাধ্যম অনুসারে, বিমানের পাশাপাশি সমুদ্র পথে ও সড়কপথেও চীনে ঢোকার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে শুধু হংকং থেকেই কমপক্ষে চার লক্ষ মানুষ পাড়ি দেবেন চীনের উদ্দেশে। তাঁদের মধ্যে যেমন পর্যটক রয়েছেন, তেমনই রয়েছেন ঘরে ফেরা মানুষও। তবে, আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই প্রবেশ করতে পারবেন দেশে। বাধ্যতামূলক মাস্কও।
আগামী ২২ জানুয়ারি থেকে চীনে শুরু হচ্ছে ‘লুনার ফেস্টিভ্যাল’। চীনা মতে এটি নববর্ষ ও বসন্তের আগমন উদ্যাপন। এই সময় প্রায় ৪০ দিন ধরে উৎসব চলে। এখন সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত দেশবাসীর অসন্তোষ কমাতে, দাবি এমনও।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.