
নিউজ ডেস্ক :
কেনিয়ার একটি যাত্রীবাহী বাস উগান্ডা সীমান্তে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৯ জন। দুর্ঘটনাকবলিত বাসটি কেনিয়ার রাজধানী নাইরোবির দিকে যাচ্ছিল এবং উগান্ডা থেকে সীমান্ত অতিক্রম করার কিছুক্ষণ পরই তা দুর্ঘটনার মুখে পড়ে।
উগান্ডার আঞ্চলিক পুলিশের মুখপাত্র রজার্স টাইটিকা জানান, নিহতদের বেশিরভাগই কেনিয়ার নাগরিক। এ ছাড়া উগান্ডার আট নাগরিকও নিহত হয়েছেন।
বাসটি উগান্ডার পূর্বাঞ্চলীয় শহর এমবালে থেকে কেনিয়ার রাজধানী নাইরোবি যাচ্ছিল। শনিবার গভীর রাতে উগান্ডা সীমান্তের ওপারে কেনিয়ার লওয়াখাখা শহরে সেটি দুর্ঘটনার মুখে পড়ে।
পুলিশ জানায়, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তায় উল্টে যায়। তিনি আরও বলেন, বাসচালক অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলেন বলে নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত পাওয়া গেছে।
এর আগে গত ৬ জানুয়ারি উত্তর উগান্ডার গুলু শহরের কাছে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ১৬ জন নিহত হয়েছিলেন।
উগান্ডার পুলিশ বলছে, গত ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে নববর্ষের সময়কালের মধ্যে মাত্র তিন দিনে ১০৪টি সড়ক দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে।খবর:আলজাজিরা
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.