
স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর গলাচিপায় চোরধরার নাম করে প্রতারনা করার অভিযোগে ইসরাফিল (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার বাদুরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে। ইসরাফিল গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার নিচিন্তপুর গ্রামের মৃত আ.রাজ্জাকের ছেলে। পুলিশ সূত্র জানায়, গত ২৭ ডিসেম্বর গলাচিপা পৌর এলাকার ৬নং ওযার্ডের কুদ্দুস প্যাদার ৫টি গরু চুরি হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর চোরাই গরু খুঁজে না পেয়ে গরুর মালিক কুদ্দুস প্যাদা গত ১জানুয়ারী চুরির সন্দেহে ওই ওয়ার্ডের ৫জন শ্রমিকে রাসানিক মিশ্রিত রুটি খাওয়ায়। এতে ওই পাচঁ ব্যাক্তি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এঘটনায় গলাচিপা থানায় কবিরাজ ইসরাফিলকে আসামী করে মামলা দায়ের করা হয়। গলাচিপা থানার অফিসার ইন চার্জ শোনিত কুমার গায়েন জানান, মামলার এজাহার ভুক্ত আসামী প্রতারক কবিরাজ ইসরাফিলকে গোপালগঞ্জ থেকে গলাচিপা আসার পথে বাদুরা বাজার সংলগ্ন সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত অফিসার এস আই নিজাম তার সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.