ওমর ফারুক


নিজস্ব প্রতিবেদক:

আজ ৮ ডিসেম্বর নরসিংদী রেলওয়ে স্টেশনে বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয় সংস্থা নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে দুপুর ১২ টা ২০ মিনিটে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এতে সদয় সম্মতি জানান বাংলাদেশ শিশু শিক্ষা উন্নয় সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট লেখক সাহিত্য ও অনুবাদক ওয়ায়েজ মুফতী শেখ মনিরুজ্জামান মাহমুদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওঃ খায়রুল ইসলাম ফরাজী তিনি বলেন আমরা চেষ্টা করেছি একটু ভালো মানের কম্বল বিতরণ করার জন্য, কারণ মানুষ কে আমি যা ব্যবহার করি তাই দেওয়া উচিত এবং আমাদের নবী করিম( সাঃ) এমনটাই আমাদের কে শিক্ষা দিয়েছেন, তাই এই শীতে আমরা যারা কম্বল বিতরণ করব ভালোটাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখার সভাপতি প্রাভাষক বেলাল আহমেদ, নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক কবি আসাদ সরকার, নরসিংদী সদর থানার সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসাইনী এছাড়াও সাংবাদিক রেজাউল করিম রাফি, সাংবাদিক নাহিদ, সাংবাদিক জুবায়ের হোসাইন, নরসিংদী সদর উপজেলা সহ সভাপতি গাজী ইসমাইল ভাওয়ারী, মোহাম্মদ মিজানুর রহমান,মোহাম্মদ ওয়ালিউল্লাহ শিবপুর, মোহাম্মদ ওয়ালিউল্লাহ পাঁচদোনা, মাওলানা সামসুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ বাইজিদ আরো অনেকেই উপস্থিত ছিলেন, আমরা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে সব সময় গরীব অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থাকতে চাই।