
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে বোয়ালমারীতে জেকে বসেছে তীব্র শীত।খেটে খাওয়া নিম্ন আয়ের লোকেরা মানবেতর জীবন কাটাচ্ছে।এমন দূর্যোগে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে গ্রামীন ব্যাংক।
সোমবার (০৯/০১/২৩ইং) সকাল ১০.৩০ টায় বোয়ালমারী গ্রামীন ব্যাংক কার্যালয়ে শাখা ব্যবস্থাপক মোল্যা নাসির আহমেদ এর উপস্থাপনায় এবং বেলা ১২টায় সাতৈর বাজারে অবস্থিত ঘোষপুর শাখা কার্যালয়ে শাখা ব্যবস্থাপক নাসির উদ্দিন এর উপস্থাপনায় মোট ২শতাধিক সংগ্রামী সদস্য(ভিক্ষুক) দের মাঝে কম্বল বিতরন করা হয়।
বিতরনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - ফরিদপুর যোনাল ম্যানেজার উত্তম কুমার শীল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন - বোয়ালমারী এরিয়া ম্যানেজার অরবিন্দু কুমার পাল।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.