
নিউজ ডেস্ক :
শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। ঘন কুয়াশা আর হাড়কাঁপানো বাতাসে একেবারে জবুথবু জীবন পার করছেন সেখানকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে সরকার আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত দিল্লির সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (৮ জানুয়ারি) দিল্লির বেসরকারি স্কুলগুলোতে সরকারি ছুটি শেষ হলেও শীতের কারণে এ ছুটি বাড়িয়ে ১৫ জানুয়ারি করা হয়। এদিন শিক্ষা অধিদপ্তরের এক সার্কুলারে বলা হয়, দিল্লিতে চলমান শৈত্যপ্রবাহের কারণে ১৫ জানুয়রি পর্যন্ত সব বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।
গত কয়েকদিন ধরে শীতের মাত্রা কমতে থাকলেও রোববার তা বেড়ে যায়। এদিন সকালে সফদারজং আবহাওয়া কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, শীতে কারণে বিঘ্ন ঘটছে সড়ক, রেল ও উড়োজাহাজ চলাচলে। রোববার সকাল ছয়টা পর্যন্ত কোনো উড়োজাহাজ ছাড়েনি। এছাড়া কুয়াশা বেশি থাকার কারণে দেরিতে ছেড়েছে ৪২টি ট্রেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.