
স্টাফ রিপোর্টারঃ
মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবতার কল্যাণ ফাউন্ডেশন মিলনায়তনে গত শনিবার ৭ জানুয়ারিতে মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান নাট্যনির্মাতা জি এম সৈকত এর সভাপতিত্বে আমন্ত্রণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা, অভিনেতা ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা নাদের চৌধুরী, অভিনেতা আব্দুল আজিজ, চিত্রনায়িকা নাসরিন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ওসমান গনি বাবলা, ঢাকা বিভাগের সভাপতি লুৎফর রহমান রিপন, সাধারণ সম্পাদক কাজল মজুমদার, রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি জিএম স্পর্শ, ঢাকা জেলার সভাপতি অভিনেত্রী শারমিন বৃষ্টি, সহ সভাপতি অভিনেতা রাহুল দেব,সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার চাঁদনী, অর্থ সম্পাদক ফাবলিহা আহমেদ ঐশ্বর্য, নির্বাহী সদস্য রিফাত ও জেসমিন জুই রাজবাড়ী জেলার সভাপতি অভিনেত্রী আজরা জেবিন তুলী, মুন্সিগঞ্জ জেলার সভাপতি অভিনেতা ফরিদ আহমেদ, ঠাকুরগাঁও জেলার সভাপতি রত্না সিনহা, ঢাকা মহানগর কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস, সহসভাপতি নাজমুন নাহার মুক্তি, সাধারণ সম্পাদক সেলিম রায়হান, অর্থ সম্পাদক আবু মাহিত,নির্বাহী সদস্য মালতী সরকার, হীরা সিকদার, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি অপূর্ব সাহা দিজেন, সহসভাপতি বাদল বিশ্বাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঝুনা, অর্থ সম্পাদক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আহসানুল হাবিব মন্ডল, সাধারণ সম্পাদক ছাইদুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক অমি মুহিত,
অভিনেত্রী উপস্থাপক মাহমুদা আক্তার মুক্তি,মিষ্টি সুবাস, হাবিব আসলাম, ফরিদা সুলতানা, প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাট্যনির্মাতা জিএম সৈকত বলেন করোনাকালিন সময় পেরিয়ে নতুন অনুপ্রেরণায় নতুন পরিকল্পনার ভিত্তিতে দেশব্যাপী কার্যক্রম চলবে আর সকলের প্রতি অনুরোধ করেন সামর্থ অনুযায়ী বর্তমান শীতার্ত মানুষের পাশে দাড়াই, কমিটিগুলোকে সয়ংক্রিয়ভাবে কাজ চালিয়ে যেতে পরামর্শ দেন।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.