
নিউজ ডেস্ক :
বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভা বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ৮টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সংসদের যুগ্ম সচিব মো. তারিক মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী দলীয় সংসদ সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.