
নিউজ ডেস্ক :
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসিসের ফি বৃদ্ধির কারণে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) কয়েকশ রোগী হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, স্যান্ডর নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান চট্টগ্রাম মেডিক্যালে কিডনি ডায়ালাইসিস সেবা দিয়ে আসছে। তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতিবছর ৫ শতাংশ হারে ডায়ালাইসিস ফি বৃদ্ধি পাবে। চুক্তি মোতাবেক এই বছরও প্রতিষ্ঠানটি ৫ শতাংশ হারে ২৫ টাকা ফি বৃদ্ধি করে। এই ফি বৃদ্ধির প্রতিবাদে রোগীরা বিক্ষোভ শুরু করেছেন। গত রোববার থেকে তারা বিক্ষোভ করছেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান জানান, মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী সাড়ে ৬ হাজার জন ডায়ালাইসিস সুবিধা পাবে। সরকারি নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই আমাদের।
তিনি আরও জানান, এ সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি এ বিষয়ে শীঘ্রই একটি সমাধান পাবো।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.