সম্পাদক

নিজস্ব প্রতিবেদক – ইমন ছিদ্দিকী:

প্রধানমন্ত্রী ও তার পরিবার কে নিয়ে কটুক্তি করায় কাঁঠালিয়া ইউনিয়ন আ’লীগ এর সভাপতি বর্তমান চেয়ারম্যান মোঃ এবাদুল্লার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। সোমবার (৯ জানুয়ারী ) বিকাল ৪ ঘটিকায় যুবলীগের সভাপতি জসিমউদদীন ভূইয়ার খড়িয়া বাজার কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব লীগের সভাপতি ও ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য জনাব জসিমউদদীন ভূইয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান বাদল। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব হাসান পনির। নরসিংদী জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (হিরন মোল্লা)। যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ। ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ আনোয়ার হোসেন কাদির। সাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম। কাঠালিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ আওয়াল মুন্সী ও অনন্য আওয়ামী লীগের রাজনৈতিক নেতারা। ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিমউদদীন ভূইয়া তার বক্তব্যে বলেন বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গকন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযুগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় সহ পুরো পরিবার কে নিয়ে কটুক্তি ও মিথ্যাচার করায় আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কাঁঠালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী হারুন অর রশীদ মোল্লার ছোট ভাই মানবিক মানুষ হাজী জহিরুল ইসলাম (হিরন মোল্লা) বলেন একজন চেয়ারম্যান কখনই দলীয় পদবী নিয়ে চেয়ারম্যান এর চেয়ারে বসে প্রধানমন্ত্রীর পরিবার কে নিয়ে কুটুক্তি ও তাচ্ছিল্য করতে পারেনা। এটা আওয়ামী লীগের জন্য লজ্জা ও অসম্মানজনক। শুধু তাই নয়, সমাজের সাধারণ জনগণকে জিম্মি করে পদে পদে ধাপে ধাপে টাকা নিচ্ছে। টাকা ছাড়া কোন কাজই করছেননা ইউপি চেয়ারম্যান মোঃ এবাদুল্লাহ। এমন দুষ্কৃতি মূলক চেয়ারম্যান কে আমরা বহিষ্কার দেখতে চাই। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব হাসান পনির তার বক্তব্যে বলেন বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি ও সবচেয়ে বড় অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে আমাদের কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদে। সরকার কে নিয়ে কটুক্তি,ও দুর্নীতি নিয়ে বিভিন্ন কল রেকর্ড বিডিও চিত্র ফাঁস হয়। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার পর থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীরাসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন। তাকে দল থেকে বহিষ্কারেরও দাবি ওঠে।রাকিব হাসান পনির আরো বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে তার এই বক্তব্য কোনভাবেই মেনে নেয়া যায় না। এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরী। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ কে রক্ষা করতে হলে কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদের এই লুটপাট ও অবৈধ সকল কার্যক্রম বন্ধ করতে হবে। এগিয়ে আসতে হবে সমাজের সকল সচেতন জনগণ ও যুব সমাজকে। তবেই আমরা ইউনিয়নকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ।