
স্টাফ রিপোর্টারঃ
মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বারাদি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আরমান আলীর নিজ অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০ টার সময় রাজনগর গ্রামে আরমান আলীর বাসভবনের সামনে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এ সময় সাবেক ইউপি সদস্য আরমান আলী বলেন, সারা দেশের তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শুধু শীতার্ত মানুষকেই নয়, সব সময় আমি মানুষের পাশে থেকে আমার সাধ্যমত তাদের সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে হলে জনপ্রতিনিধিদের যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়াতে হবে। প্রতিবছরের ন্যায় এবারও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজের অনেক ভালো লাগছে। আমৃত্যু তিনি যেন মানুষের পাশে থাকে সহযোগিতা করতে পারেন সেজন্য সকলের দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। বারাদি ইউনিয়নের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।
এসময় নবগঠিত বারাদি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় শীতার্তদের মাঝে ৮ শত কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য খাকছার আলী, ২ নং ওয়ার্ড সদস্য শফি মীর, ৭ নং ওয়ার্ড সদস্য আনারুল, আওয়ামী লীগ নেতা কাউছার আলী, মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.