ওমর ফারুক
স্টাফ রিপোর্টারঃ
পুলিশ সপ্তাহ ২০২৩ মাদক দ্রব্য উদ্ধার অভিযানে প্রথম স্থান অধিকার করে লালমনিরহাট জেলা পুলিশ। পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম লালমনিরহাট জেলায় যোগদানের পর সীমান্তবর্তী লালমনিরহাট জেলা মাদক মুক্ত করার ঘোষনা দেন।
সেই আলোকে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায়, জেলা পুলিশ মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
তার স্বীকৃতি স্বরুপ পুলিশের মহা পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন লালমনিরহাট জেলা পুলিশ কে প্রথম স্থান অর্জনের ( গ- গ্রুপে) জন্য সনদ ও ক্রেস্ট প্রদান করেন। ক্রেস্ট ও সনদ গ্রহন করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ সুপার বলেন,জেলা পুলিশের সকল সদস্য দের সম্মিলিত এই চেষ্টায় পুলিশ সপ্তাহ-২০২৩ এ, লালমনিরহাট জেলা পুলিশ (গ-গ্রুপ) মাদকদ্রব্য উদ্ধার অভিযানে প্রথম স্থান অধিকার করে।
মাদকদ্রব্য উদ্ধার অভিযানে প্রথম স্থান অধিকার করায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং এই ধারা অব্যাহত রাখার জন্য বলেন। জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সনদ ও ক্রেস্ট প্রদর্শনের সময়ে তিনি সাাংবাদিকদের মাদক নির্মুলে সার্বিক সহায়তা করার জন্য আহবান করেন।
পুলিশ সুপার বলেন মাদক বিরোধী অভিযান জেলা জুড়ে অব্যাহত থাকবে তা পুনরায় ব্যাক্ত করেন।উপস্থিত সাংবাদিক দের ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন।

