
স্টাফ রিপোর্টারঃ
মঙ্গলবার (১০ জানুয়ারি, ২০২৩খ্রিঃ) পলাশ থানাধীন গজারিয়া ইউনিয়নের দড়িচর এ গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
পুলিশ সুপার ঘটনার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত পূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে.এম. শহিদুল ইসলাম সোহাগ, ইন্সপেক্টর (তদন্ত) পলাশ থানা মোহাম্মদ এমদাদুল হক উপস্থিত ছিলেন।
মামলার ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার, নরসিংদী পলাশ থানা আকস্মিক পরিদর্শন করেন। পুলিশ সুপার থানার মূলতবী মামলা নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.