
স্টাফ রিপোর্টারঃ
যশোরের অভয়নগর উপজেলার দামুখালী গ্রামে সুব্রত মন্ডল (৫০) নামে এক মৎস্যঘের ব্যবসায়ীকে হত্যা করেছে দূবৃত্তরা।
আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক আটটার দিকে উপজেলার দামুখালি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলার দামুখালি গ্রামে শ্রী অনাদি মণ্ডলের ছেলে সুব্রত মন্ডল পেশায় মৎস্যঘের ব্যবসায়ী ছিলেন বলে জানা যায়।
অভয়নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে সহকারী উপ-পরিদর্শক সুলতানা জানান,আজ সকাল সাড়ে আটটার দিকে সুব্রত মণ্ডল পায়রা ইউনিয়নের দামুখালী স্কুল মাঠের পাশের তেমাথা নামক স্থানে ব্রজেনের চায়ের দোকানের সামনে চা পান করছিলেন।এ সময় ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে ফেলে রেখে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
সুব্রত মন্ডল উপজেলার ভবদহ বাজার মৎস্য আড়ৎ সমিতির সদস্য ছিলেন।তার নামে অভয়নগর থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে। তিনি খুলনা জেলার ফুলতলা বাজার বণিক সমিতির সদস্য,সে রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।গ্রামের স্থানীয় সুত্র থেকে জানা যায়, চরমপন্থীদের সাথে কোন সমস্যা থাকতে পারে বলে এলাবাসীর অভিমত।এ রিপোর্ট লেখা পযর্ন্ত পুলিশ কাউকে আটক করেত পারিনি।পুলিশী অভিযান অব্যহত রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.