
স্টাফ রিপোর্টার:
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন সাতরা চম্পকনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ ১জন মাদক বয়বসায়ীকে আটক করে কোতয়ালী মডেল থানা পুুলিশ।
গতকাল মঙ্গলবার(১০-১-২০২৩) ইং তারিখ মামলার বাদি কোতোয়ালি মডেল থানার এসআই মফিজুল ইসলাম খান ও সঙ্গীয় অফিসার ও ফোর্স এসআই মোস্তফা কামাল, এএসআই আরমান হোসাইন,এএসআই দুলন মিয়া অত্র থানাধীন সাতরা চম্পকনগর এলাকার জুয়েল মিয়ার অটো গ্যারেজের ভিতর হতে ৪০কেজি গাঁজাসহ অটো গ্যারেজের মালিক মোঃ জুয়েল রানা (৩৫),পিতা মৃতঃ শামসুল হক,সাং সাতরাকে আটক করতে সক্ষম হয়।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশ সুপার কুমিল্লার নির্দেশনা মোতাবেক পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.