
স্টাফ রিপোর্টার:
টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের জোরালো অভিযানে ৩জন রোহিঙ্গা পাচারকারী সহ ৫ জন মানবপাচারে সক্রীয় সদস্য গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানাপুলিশ। এ সময় মালয়েশিয়াগামী ২৬ জন নারী পুরুষ সহ শিশু উদ্ধার করা হয়।
গতকাল (১১ জানুয়ারি) রাত ১টার দিকে এসব মানবপাচারকারী ও ভিকটিমকে উদ্ধার করেন পুলিশ।
মালয়েশিয়াগামী ভিকটিমদের উদ্ধার করা হয়, টেকনাফের সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার জনৈক শফিকের বসত ঘরে অভিযান চালিয়ে ১৭ জন পুরুষ, ৪ জন মহিলা, ৫ জন শিশু বাচ্চাসহ মোট ২৬ জন ভিকটিমকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাঠানোর পূর্ব মূহুর্তে উদ্ধার করা হয়।
এসময় মানবপাচারে সক্রীয় ৪ জন পুরুষ, ১ জন মহিলা সহ মোট ০৫ জন আসামীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। ভিকটিমদের নিকট হতে পাচারের উদ্দেশ্যে আদায়কৃত ৪২হাজার ৫শ নগদ টাকা এবং ১টি কাপড় ভর্তি ট্রলী জব্দ করা হয়।
এদিকে কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল ইসলাম ও উখিয়া টেকনাফের সার্কেল অফিসার মোঃ সাকিল আহমেদ এর নির্দেশনায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিমের নেতৃত্বে এসব মানবপাচারকারীদের ধরতে ৭ দিন ধরে বিভিন্ন কৌশল ও ছদ্মবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছিলো।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ সদর উপজেলার মহেশখালীয়া পাড়ার মোঃ শফিকের স্ত্রী সাবেকুন্নাহার (২৩)কুতুপালং ৩ নং (ক্যাম্পের) জাহেদ হোসেন (২০) টেকনাফ শাহপরীর দ্বীপ, সাবরাং ইউপির,করাচি পাড়ার মৃত আবুল কালামের, পুত্র: আবদুর রহিম, শাহপরীর দ্বীপ পুরাতন রোহিঙ্গা মোঃ সালামের পুত্র: জাহেদ হোসেন (২৯) টেকনাফ সদরের পুরাতন রোহিঙ্গা), মৃত মোহাম্মদ ইসহাকের পুত্র: নুরুল ইসলাম (৬০)কে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ২৬ জন ভিকটিমরা হলেন:
মোঃ রফিক (১৬), পিতা-শামসুল আলম, মাতা-নুর বাহার, মোবাইল নং-০১৯৫৩-২২২৩০০, সাং-কুতুপালং ক্যাম্প নং-২ (ইস্ট), ব্লক-ই/৫, (ব্লক-মাঝি-নুর আলম, হেড মাঝি-জাফর), এফসিএন নং-১৭৩১৮০, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, মোঃ রিয়াজ (১৮) পিতা-সুলতান আহাম্মদ, মাতা- ফাতেমা খাতুন, সাং-কুতুপালং ক্যাম্প নং-৩, ব্লক-ডি ২৩ (ব্লক মাঝি-শামসুল আলম, হেড মাঝি- জম বুলু), এফসিএন নং-১৭৬১৬৫, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, আবদুল্লাহ (১৯), পিতা-করিম উল্লাহ, মাতা- জুলেখা, মোবাইল নং-০১৮৮০-৫৫৬৯২১, সাং- কুতুপালং ক্যাম্প নং-৪, ব্লক- ই/২১, (ব্লক মাঝি-তাহের, হেড মাঝি- বশির) এফসিএন নং-১৮৪৫৬৮, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৪। শাহ আলম (১৭), পিতা-আজিমউল্লাহ, মাতা-নুর জাহান, মোবাইল নং-০১৮৮৯-৩৭২৭৯৮, সাং- কুতুপালং, ক্যাম্প নং-২ (ওয়েস্ট), ব্লক-ডি/৪ (ব্লক মাঝি-আবুল বশর, হেড মাঝি- নুর মোহাম্মদ), এফসিএন নং-১৮৪৫৬৮, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, কোরবান আলী (১৮), পিতা-আমির হোসেন, মাতা-রহিমা খাতুন, মোবাইল নং-০১৮৭৯-৫৩৮৭৯২, সাং-কুতুপালং ক্যাম্প নং-১, ব্লক-জি/৯ (ব্লক মাঝি-সৈয়দুল আমিন, হেড মাঝি- হামিদ) এফসিএন নং-১৫৯৬৭৯, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৬। নজির আহম্মদ (৩৬), পিতা-সৈয়দ আহমদ, মাতা-মৃত জোহরা বেগম, মোবাইল নং-০১৯৫৩-২২২৩০০, সাং-কুতুপালং ক্যাম্প নং-১, ব্লক-জি/১০ (ব্লক মাঝি-অছিরত, হেড মাঝি-রফিক), এফসিএন নং-১৫৬৫৫৩, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, নুর কুদ্দুস (২৩), পিতা-কালা মিয়া, মাতা-শফিকা বেগম, মোবাইল নং-০১৮৩৬-৬৫০৪৮৭, সাং-কুতুপালং ক্যাম্প নং-২, ব্লক-ই/৫ (ব্লক মাঝি-নুর আলম, হেড মাঝি-জাফর), এফসিএন নং-১৬৬৪৪৬, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, মোহাম্মদ জোহার (১৭), পিতা-মৌঃ নজির আহম্মদ, মাতা-সেনোয়ারা, মোবাইল নং-০১৩২১-৮৭৬০৭, সাং-কুতুপালং ক্যাম্প নং-৭, ব্লক-সি/২ (ব্লক মাঝি- রফিক, হেড মাঝি-আবদুল গনি), এফসিএন নং-১৩১৩৭০, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, মোঃ ইয়াসিন (১৩), পিতা-সৈয়দুল আমিন, মাতা-নুর বেগম, মোবাইল নং-০১৮৬২-৪৩০৩০১, সাং- কুতুপালং ক্যাম্প নং-২(ইস্ট), ব্লক-৭ (ব্লক মাঝি-জহুরুল হক, হেড মাঝি-জাফর), এফসিএন নং-১৭৩২২৫, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার, আবদুর রশিদ (২৯), পিতা-আবুল কাসিম, মাতা-ফাতেমা খাতুন, মোবাইল নং-০১৮১৪-২৫৮৬৪৫, সাং-বালুখালী ক্যাম্প নং-১৮, ব্লক-এস/৫১ (ব্লক মাঝি-আরফ, হেড মাঝি-সলিমুল্লাহ), এফসিএন নং-১৯৪৫৮৫, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, নাছির উদ্দীন (২০), পিতা- ইমান হোসেন, মাতা-লায়লা বেগম, মোবাইল নং-০১৮৮৫-৩২৫২৫৮, সাং-বালুখালী ক্যাম্প নং-৯, ব্লক-সি/১১ (ব্লক মাঝি-সৈয়দ আলম, হেড মাঝি-সমসু), এফসিএন নং-১১৮৫০৯, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ১২। আনোয়ার ইব্রাহিম (১৮), পিতা-আবদুল মাজেদ, মাতা-রশিদা বেগম, সাং-বালুখালী ক্যাম্প নং-১, ব্লক-জি/৩৫ (ব্লক মাঝি- ইদ্রিস, এফসিএন নং-১১৮৫০৯, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, মোঃ জাকের (১৯), পিতা-ইসমাইল, মাতা-নুর বাহার, মোবাইল নং-০১৬০৯-৮১৯১২৮, সাং- হাকিমপাড়া ক্যাম্প নং-১৪, ব্লক-সি/৩ (ব্লক মাঝি-কামাল, হেড মাঝি-হামিদ), এফসিএন নং-২২৪৮৯২, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, মোঃ ইমরান (১৫), পিতা-নুর আহাম্মদ, মাতা-রহিমা খাতুন, মোবাইল নং-০১৮৫০-৪৩৩২২৭ (প্রতিবেশী-সমসু আলম), সাং-জামতলী (সফিউল্লা ঘাটা), ক্যাম্প নং-১৬, ব্লক-এ/২ (ব্লক মাঝি- সৈয়দ), এফসিএন নং-২৪১৪০০, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ১৫। মোঃ বনি (২২), পিতা-মৃত সালা উদ্দীন, মাতা-সানজিদা, মোবাইল নং-০১৮২০-০৪১৬৬৬, সাং-লেদা ক্যাম্প নং-২৪ (এলএমএস), ব্লক-ডি (ব্লক মাঝি-নুর হোসেন), এমআরসি নং-২৫৮৪৩০, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, মোঃ আয়াছ (১৪), পিতা-আবদুল হাছ, মাতা-আয়েশা, মোবাইল নং-০১৯১৬-৭৬৩০৯২, সাং-শালবাগান রোহিঙ্গা ক্যাম্প নং-২৬ (এলএমএস), ব্লক-এ/৩ (ব্লক মাঝি-সমসু), এফসিএন নং-২৫৮২৬৭, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ওসমান গণি (১৯) পিতা-নুর মোহাম্মদ মাতা-হাসিনা বেগম, মোবাইল নং-০১৮৬৯-২৫৩০৫৫, সাং-লামার পাড়া, লেদা, ওয়ার্ড নং-৮, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, রমিজা (২৪), স্বামী-রশিদ উল্লাহ, পিতা-মোঃ খলিল আহাম্মদ, মাতা-মৃত জুলেখা খাতুন, ১৯। মোঃ আমিন (৮), মোঃ আলম (৬), ২১। নূর সাদিয়া (২), ২২। মোঃ ওমর (৩ মাস), সর্বপিতা-রশিদ উল্লাহ, মাতা-রমিজা, সর্বসাং-বালুখালী ক্যাম্প-১৮, ব্লক-৫০/১, এফসিএন নং-১৯৪৫৮৫, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, তসলিমা (২৬), স্বামী-মৃত আয়াত উল্লাহ, পিতা-মোঃ ইদ্রিস, মাতা-মৃত সেতারা বেগম, মোবাইল নং-০১৮৭২-১১১০৪২, ২৪। শাহামিম (৭), পিতা- মৃত আয়াত উল্লাহ, মাতা- তসলিমা, উভয়সাং-জিয়ানগর, পাহাড়তলী, বাচামিয়ার ঘোনা, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার, ছমিরা (১৯), পিতা-মোঃ হাবিব আহাম্মদ, মাতা-হালিমা খাতুন, মোবাইল নং- ০১৮৮৩-৯৪৮৬৮৪, সাং-থাইংখালী ক্যাম্প নং-১৯, ব্লক-বি/১ এফসিএন নং-২০৭৫৫৯, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার, ২৬। ইয়াছমিন (১৯), পিতা-মোঃ ইসমাইল, মাতা- মিনারা বেগম, মোবাইল নং-০১৭৭৯-০৩৯০৫৬, সাং- ব্লক- আই/১১, এফসিএন নং-১০২৫৬৮, বালুখালী ক্যাম্প নং-১, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম জানান আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মানবপাচার মামলা প্রক্রিয়াধীন রয়েছে, পাশাপাশি উদ্ধারকৃত ভিকটিমদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.