
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ(২৮ বিজিবি)'র ব্যাটালিয়ন এর অধীনস্থ বিওপির টহল দল পৃথক পৃথক অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় মদের চালানসহ অবৈধ কয়লা আটক করেছে বিজিবি'র জোয়ান।
১০ ও ১১ই জানুয়ারি দুই দিন ব্যাপী, লাউরগড় বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলা বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ৩৩০০ কেজি ভারতীয় কয়লা,দশঘর নামক স্থান হতে ১২০ বোতল ভারতীয় মদ, উত্তর মোকসেদপুর নামক স্থান হতে ১৮৮ বোতল ভারতীয় মদ সহ আটক করে।
অন্য দিকে ১০ জানুয়ারি চাঁনপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০০/৫-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের চাঁনপুর নামক স্থান হতে ৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১০,০০০/- টাকা।
অপর দিকে ১০ জানুয়ারি চারাগাঁও বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে, সীমান্ত পিলার ১১৯৬/২-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে ৯৩ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১,৩৯,৫০০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) পিবিজিএম পরিচালক: মোঃ মাহবুবুর রহমান, এর সততা নিশ্চিত করে বলেন আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.