
স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম বে-সরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনে ভোট গণনা শেষে স্ব-স্ব
কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ এ ফলাফল ঘোষনা করেন।
এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম ৬,২৯২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি (স্বতন্ত্রপ্রার্থী) নারিকেল গাছ প্রতিকে শুভেন্দু সরকার পিন্টু ২,৭৫৭ ভোট এবং বাংলাদেশ ইসলামী
আন্দোলন মাওলানা আব্দুল মান্নান (হাতপাখা) প্রতিকে ১,১৪২ ভোট পেয়েছেন। দুর্গাপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০,৭৮১। এর মধ্যে পুরুষ ভোটার ১০,০৬৬ ও মহিলা ভোটার ১০,৭১৫ জন। এবার প্রথম বারের মতো দুর্গাপুরে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য : গত ১৯ অক্টোবর ২০২২ দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মৃত্যবরণ করায় ১২ জানুয়ারি ২০২৩ এ শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.