
স্টাফ রিপোর্টারঃ
ভালো কাজের আশায় ভারতে পাচার হওয়া বাংলাদেশী পাঁচ যুবক-যুবতী তিন থেকে ছয় মাস কারাবরণ শেষে বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন।
বুধবার দুপুর দুইটার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের হস্তান্তর করেন।
ফেরত এসেছেন গোপালগঞ্জ জেলার দবির মোল্যার ছেলে টুটুল মোল্যা ২৫, নরসিংদী জেলার হাবিবউল্লাহ বাহারের ছেলে আজিম ভুঁইয়া ২৭, ময়মনসিংহ জেলার আবুল মনছুরের ছেলে আল ফাহাদ ২৯, রাজবাড়ী জেলার আমির উদ্দিনের মেয়ে মুস্সাত মমতা ও যশোর জেলার সিদ্দিক শেখের মেয়ে মুনিয়া খাতুন ২৭।
এদের মধ্যে পুরুষ তিনজন ছিলেন মুম্বাই কারাগারে, আর নারী দুইজন ছিলেন নাগপুর একটি বেসরকারি শেল্টার হোমে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল কালাম আজাদ বলেন
তাদের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর রাইটস নামে একটি বেসরকারি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর রাইটস এর ফিল্ড অফিসার বলেন তাদের যশোর শেল্টার হোমে রাখা হবে। তারপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যমে তাদেরকে তুলে দেওয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.