সম্পাদক

স্টাফ রিপোর্টার:

গতকাল (১১ ডিসেম্বর ২০২৩ )রোজ বুধবার দুপুর ৩ টায় বরিশাল২০২৩ সেশনের নতুন কমিটির সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন এবং সহ সভাপতি মুহাম্মদ সোলাইমান এবং সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন মনোনীত হয়।
বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ শাহিন মাহমুদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসিবুল হোসেন এর সঞ্চালনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ববি সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই। প্রধান অতিথি বক্তব্যে বলেন “বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছরেও দেশের স্বাস্থ্য খাত থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন খাত, কোন খাতই দুর্নীতিমুক্ত হয়নি। উন্নয়নের নামে শিক্ষিত দুর্নীতিবাজরা এদেশের শ্রমজীবী মানুষের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থের ট্যাক্সের প্রায় ১৪ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে।যা বাংলাদেশের বার্ষিক জাতীয় বাজেটের দ্বিগুণ।”তাকওয়া ও ইসলামের আদর্শ ব্যতীত শিক্ষিত হলেই এসব সম্ভব। অতএব বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তাকওয়া ও ইসলামের আদর্শ প্র্যাকটিসের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আল-আমিন, সদ্য সাবেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ মাহবুব হোসেন মানিক, কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য এস এম তৌহিদ বাশার, বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম বিএম কলেজ শাখার সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন । ববি সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আমেলার বর্তমান ও সাবেক দায়িত্বশীল বৃন্দ, বঙ্গবন্ধু ও শেরে বাংলা হল কমিটির দায়িত্বশীল বৃন্দ, অনুষদ কমিটির দায়িত্বশীল বৃন্দ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। ববি সম্মেলন -২০২৩ এর শেষ পর্যায়ে সম্মেলনের প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা এবং শপথ পাঠ করান।