
স্টাফ রিপোর্টার:
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার পৃথক তিনটি অভিযানে ১২.৫ কেজি গাঁজা ও ১৬ বোতল বিদেশী মদ’সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১১ জানুয়ারী ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার তুলাতলী গ্রামের মোঃ শহিদুল ইসলাম এর ছেলে মোঃ লিটন হোসেন (২০)।
পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ১১ জানুয়ারী ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দীঘিরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৬ বোতল বিদেশী মদসহ’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা গোলাবাড়ী সাহাপুর গ্রামের মৃত আবুল কালাম এর ছেলে মোঃ আরিফ হোসেন (১৯)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
পৃথক অন্য আরেকটি অভিযানে র্যাব-১১ সিপিসি ২ এর একটি আভিযানিক দল গত ১১ জানুয়ারি ২০২৩ইং তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীবল্লভবপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো পটুয়াখালী জেলার বাউফর থানার পূর্ব ইন্দ্রপুর গ্রামের এফ এম বাহাউদ্দীনের ছেলে মোঃ জোবায়ের হোসেন (৪০)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ রাঙ্গামাটি, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা, বিদেশী মদ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোম্পানি অধিনায়ক মোঃ সাকিব হোসেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.