
স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ড উত্তর নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশী ২২৬ ক্যান বিয়ার, ৩২ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি সহ দিলারা বেগম ও নুর করিম কে আটক করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
১৩ জানুয়ারি ২০২৩ খ্রিঃ রাত ০৪.৫৫ ঘটিকার সময় টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল বিশেষ অভিযান পরিচালনা করে , টেকনাফ পৌরসভাধীন উত্তর নাইট্যংপাড়া সাকিনস্থ (বাস টার্মিনালের পাশে) ১নং ওয়ার্ড ধৃত ১নং আসামী দিলারা বেগম এর বসত ঘরের ভিতর সামনের কক্ষ হইতে গ্রেফতারকৃত আসামী ১। দিলারা বেগম (২৮), পিতা-নুর ইসলাম, মাতা-মাবিয়া খাতুন, স্বামী- জালাল হোসেন, গ্রাম-উত্তর নাইট্যংপাড়া (বাস টার্মিনালের পাশে), ২. নুর করিম (২০), পিতা-আব্দুর রজক, মাতা-ফাতেমা খাতুন, গ্রাম-প্যারান পুরা, থানা-মংডু, জেলা-আকিয়াব, দেশ মায়ানমার দ্বয়ের দখল হইতে মোট (ক) ৩২ বোতল হুইস্কি, (খ) ২১৬ ক্যান বিয়ার, সহ গ্রেফতার করে। বিদেশী মদ (হুইস্কি) ও বিয়ার উদ্ধারের ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু শেষে তাদেরকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.