
স্টাফ রিপোর্টারঃ
দেশের উত্তরাঞ্চলে শীতার্ত মানুষের মাঝে জাতীয় উন্নয়নমূলক সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ রংপুর এর মিঠাপুকুর ও পীরগাছা উপজেলায় শীত সামগ্রী বিতরণ করেছে।
গতকাল চায়না দূতাবাস, বাংলাদেশ এবং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই (অ্যাবকা) এর সহযোগিতায় ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এসব সামগ্রী বিতরণ করে। এই কার্যক্রমের মাধ্যমে ১০০০ কম্বল, ৪০০ শীতের চাদর, ৫০০ মাদুর এবং শিশুদের মাঝে ১০০০ হুডি জ্যাকেট বিতরণ করা হয়।
উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চায়না দূতাবাস এর সেকেন্ড সেক্রেটারি মিস লাং লাং, অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই (অ্যাবকা) এর সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর শাহাবুল হক, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত হোসেন, আখিরাহাট ডিগ্রী কলেজ, মিঠাপুকুর এর অধ্যক্ষ অলকেশ চন্দ্র রায়, খোড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদ আলম সরকার এবং স্থানীয় জন প্রতিনিধিগণ।##
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.