
স্টাফ রিপোর্টার:
আদিতমারী থেকে অপহৃত দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনকে গতকাল ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে উদ্ধার করেছে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ।
এদিকে চাঞ্চল্যকর এ ঘটনা নতুন মোড় নিয়েছে, জানা গেছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে অপহরণকারীর পরিবার, আব্দুল বারীর ভাগ্নে বিপু ইসলাম ও ভাগ্নে মামুন ও হারুন সাংবাদিকদের জানান, শিক্ষক রুহুল আমিন বিভিন্ন সময়ে কৌশলে চাকুরি দেবার কথা বলে দফায় দফায় টাকা আদায় করে এবং ডকুমেন্ট হিসেবে আমাদের কে ব্ল্যাংক চেক প্রদান করেন।আমরা বিভিন্ন উপায়ে টাকা সংগ্রহ করে তাকে দিয়ে থাকি, তাই আমরা ঋণগ্রস্ত হলে শিক্ষক নুরুল আমিনকে টাকার জন্য চাপ দিলে সে তর্ক শুরু করে, এক পর্যায়ে শিক্ষক নুরুল আমিন আব্দুল বারিকে টাকা নেওয়ার জন্য ডাকলে তারা তার কাছে আসে।

পরে মাস্টারের পরিবার তাদের ওপর হামলা চালালে চিৎকারে লোকজন জড়ো হলে অভিযুক্ত আব্দুল বারী ও তার সহযোগীরা শিক্ষক নুরুল আমিনকে গাড়িতে তুলে ঢাকায় নিয়ে আসে। পরে ওই শিক্ষকের পরিবার নাটক মঞ্চস্থ করে ভিন্ন মাত্রায় খবর প্রকাশ করলে তাদের উদ্ধার করে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ। অভিযুক্ত আব্দুল বারীর ও শফিউল আলমের পরিবারের দাবি, শিক্ষক অপহরণের উদ্দেশ্য নিয়ে আসেননি। তারা মিথ্যা বলেছে কারণ তারা আমাদের টাকা দিতে ভয় পায়। আব্দুল বারী ও শফিউল আলমের পরিবার দাবি করেছে, শিক্ষক নুরুল আমিনের অর্থ লেনদেনের প্রমাণ রয়েছে।
অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যায়, এই শিক্ষক এ ধরনের চাকরি দেওয়ার জন্য আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন এবং বিভিন্ন সময়ে এমপি মন্ত্রীসহ অন্যান্য বড় বড় জায়গায় তার হাত রয়েছে বলে দাবি করেন ওই শিক্ষক।
এর আগে ডিবি পুলিশ অভিযান চালিয়ে অপহরণের ৫ দিন পর বৃহস্পতিবার সকালে তেজগাঁও থানা এলাকা থেকে ভিকটিম নরুল আমিনকে উদ্ধার করে এবং সন্দেহভাজন দুই অপহরণকারীকে আটক করে লালমনিরহাটে নিয়ে আসে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.