
নিজস্ব প্রতিবেদকঃ
পাইকগাছার কপিলমুনতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের সেবা করতে হবে। আজ যারা নবীণ তারা আগামীর ভবিষ্যৎ। ভবিষতে তোমরাই দেশ তথা সমাজের নেতৃত্ব দেবে। কল্যাণী ফাউন্ডেশন তোমাদের মতো মেধাবীদের সংবর্ধনা দিয়ে নিশ্চয়ই ভালো কাজ করছে। রায়পুরের কল্যাণী ফাউন্ডেশন আয়োজিত ২২ সালের এস এসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
শুক্রবার দুপুর ১২ টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মততাজ বেগম। মানবাধিকার কর্মী ও সিনিয়র সাংবাদিক এস এম মোস্তাফিজুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, প্রাক্তন প্রধান শিক্ষক গনেশ ভট্টাচার্য, কেকেএসপি’র সভাপতি শেখ আব্দুর রশীদ, এড. বিপ্লব কান্তি মন্ডল, সাহিত্যিক জি এম এমদাদ, সাংবাদিক জি এম আসলাম হোসেন, পলাশ কর্মকার, আমিনুল ইসলাম বজলু, এস কে আলীম, নীলকোমল মুনি, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে ৮১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এদিকে এর আগে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শ শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.