সম্পাদক
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সীমান্তে,ভারতের (বিএসএফ)’র গুলিতে বাংলাদেশী এক যুবক গুরুতর আহত হয়েছে । এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজমান।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে বুরুঙ্গাছড়া গ্রামের পিছনে সীমান্তবর্তী একটি কূপে গোসল করতে যায় এক বৃদ্ধা। এ সময় পার্শ্ববর্তী বিএসএফের টহল দলের সদস্যদেরকথার কাটাকাটি শুরু হয়ে সংঘর্ষে পরিনত হয়ে এ মহিলাকে বেধড়ক মারধর করে আহত করে।
এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে লোকজন এসে বিএসএফকে বাধা দিলে ১৫-২০ জনের একটি দল বাংলাদেশের বুরুঙ্গাছড়া গ্রামে প্রবেশ করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় দেলোয়ার হোসেন। এমন খবর পেয়ে বিজিবি ঘটনার স্থলে গিয়ে, ভারতের সীমান্ত রক্ষী (বিএসএফ)’র সাথে প্লাগ মিটিং এ বসে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সুনামগঞ্জ (২৮ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী কাল আবার ও ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে দুই দেশের মধ্যে প্লাগ মিটিং অনুষ্ঠিত হবে, তাহিরপুর সীমান্তের ট্যাকেরঘাটে। দুই দেশের শান্তিপূর্ন বজায় রাখতে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আর এ ব্যাপারে তাদেরকে নিন্দা জানানো হবে। এখন আর সীমান্তে উত্তেজনা নেই।
আহত যুবক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়ার গ্রামের রাশিদ মিয়া’র ছেলে দিলোয়ার হোসেন( ২৭)।উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাটানো হয়েছে।

